তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানই জানাবে সরকার। আর বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষও।’
মঙ্গলবার সিলেটে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে যারা বিরোধিতা করেছেন তাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের নিজস্ব ব্যাপার। গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে।’
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার জেরে দেশের কিছু সংগঠন ও ব্যক্তি নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে মতামত দিচ্ছেন। তারা মোদিকে ঢাকায় প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন। সূত্র : ইউএনবি