বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রকোপের বিষয়টি যথেষ্ট গুরুত্বসহকারে নিচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীন থেকে শুরু হওয়া এর প্রাণঘাতী ভাইরাস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে। কিন্তু এসব দেশের স্বাস্থ্যকর্মীরাই বলছেন, তাদের প্রস্তুতি যথেষ্ট নয়। করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো ঝুঁকির মুখে পড়েছে। শেয়ারবাজারগুলোর অবস্থা নাজুক। এ পর্যন্ত প্রায় ৩৪শ’ লোক মারা গেছে। বিশ্বের আশির উপরে দেশে প্রায় লাখের মতো মানুষ এখন করোনায় আক্রান্ত। এ পরিস্থিতিতে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতি নিয়ে তাদের অভিযোগ জানিয়েছে।
বৃহস্পতিবার সংস্থাটি বলেছেন, অনেকে দেশেরই করোনা প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেবরিয়াসাস বলেছেন, এটা হেলাফেলার বিষয় না। এখন সক্রিয় হওয়ার সময়। কোনো অজুহাত এ সময় দেখানোর কোনো সুযোগ নেই। সব ধরনের প্রতিবন্ধকতা দূরে ঠেলে ফেলার সময় এসেছে।