স্টাফ রিপোর্টার
আগামী ৭ই জানুয়ারীর জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে লন্ডনে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। ২৭শে নভেম্বর সোমবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সোমবার লন্ডনের সূর্য্য যখন মাথার উপরে তখনই ওয়েস্টমিনিস্টারস্থ বৃটিশ পার্লামেন্টের চার পাশ প্রকম্পিত হয়ে উঠে বাংলা -ইংরেজী স্লোগানে স্লোগানে। যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া ও সহ গণমাধ্যমের সাংবাদিকরা। পাশের রাস্তা দিয়ে ধীর গতিতে গাড়ি চালিয়ে বৃটিশ নাগরিকরা উৎফুল্ল দৃষ্টিতে দেখছেন কি হচ্ছে পার্লামেন্টের সামনে আবার পুলিশ সদস্যরাও আছেন পাশে দাঁড়িয়ে। এমনই উত্তেজনার মধ্যে শেষ হয়েছে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ।
বিক্ষোভে নেতারা বলেন , আজ্ঞাবহ তফসিল মানি না , প্রহসনের নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ চাই। সরকার নিজ ইচ্ছামত একটি নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায় কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ এই সরকারের অধীনে নির্বাচন চায় না । মানুষ চায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন । তাই জনগণের চাওয়া গুরুত্বদিয়ে, সরকার এই প্রহসনের নির্বাচন বাতিল করে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন দিক, অন্যথায় বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষ দেশকে অচল করে দেবে।
বিক্ষোভে তারা আরও বলেন, সরকার বিরোধীদের দমনের নামে আইনবহির্ভূত কাজ করছে । দেশকে একটি কারাগারে পরিণত করেছে । স্বৈরাচার এরশাদের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না । আওয়ামী লীগের লোকজন পুলিশ দিয়ে তাদের ধরিয়ে দিচ্ছে । তাই এসব আগ্রাসন বন্ধ করে সরকার গণতন্ত্রের পথে আসুক। এসময় বিএনপি ও সকল অঙ্গ , সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, মানবাধিকারকর্মী মোঃ সাইফুর রহমান, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, ভয়েস ফর গ্লোবালের ড. হাসনাত এম হোসাইন, সাবেক ডেপুটি মেয়র আম অহিদ, সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হিরু মিয়া প্রমুখ ।