আমারদেশ লাইভ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তানভীর রহমান।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘বাণিজ্য অনুষদের ছাদ থেকে পড়ে এক ছাত্র মারা গেছে। ওই ছাত্র ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের ইভনিং কোর্সে ভর্তি হয়েছিল।’
সহকারী প্রক্টর আকরাম হোসেন বলেন, সিসি টিভির ফুটেজে এমবিএ ভবনের নয়তলা থেকে তাঁকে লাফ দিতে দেখা যায়। এ সময় তাঁর আশপাশে কেউ ছিল না। বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তানভীর রহমান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২৬তম ব্যাচের সন্ধ্যাকালীন এমবিএ-এর শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা ভবনের পেছন থেকে ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার শেওড়াপাড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বাণিজ্য অনুষদের কর্মচারী রাসেল মিয়া বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে একটি বিকট শব্দ পাই। বাইরে বেরিয়ে দেখি ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর সঙ্গে আইডি কার্ড ছিল। সেখান থেকে তাঁর পরিচয় জানা যায়।’