এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করছে দেশটির স্কুলের শিক্ষার্থীরা। সহিংসতা প্রতিরোধে অস্ত্র আইন কঠোর করার দাবিতে এবার শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে নেমেছে তারা। শুক্রবার সকালে প্রায় দুই হাজার স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভে শামিল হয়। কলোরাডো রাজ্যের কলোম্বাইন হাইস্কুলে এক বন্দুক হামলার ১৯তম বার্ষিকীতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। চলতি বছরের ফেব্র“য়ারিতে ফ্লোরিডার এক উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থীদের স্কুল বর্জনের দ্বিতীয় ঘটনা। এদিকে প্রতিবাদ কর্মসূচি শুরুর মাত্র এক ঘণ্টা আগে ফ্লোরিডা রাজ্যের একটি স্কুলে গুলির ঘটনা ঘটে।
আলজাজিরা জানায়, কলোম্বাইন হাইস্কুলের হত্যাকাণ্ড স্মরণে এবং যুক্তরাষ্ট্রজুড়ে বার বার ঘটা অস্ত্র সহিংসতার ঘটনার স্মরণে উচ্চবিদ্যালয় পর্যায়ে এই ক্লাসরুম বর্জন করে শিক্ষার্থীরা। প্রায় ২ হাজার স্কুলের প্রায় ২ হাজার ৭০০ গ্রুপ বিক্ষোভে অংশ নেয়। কর্মসূচিটির অন্যতম উদ্যোক্তা কানেক্টিকাটের উচ্চবিদ্যালয় স্তরের শিক্ষার্থী লেন মারডক। লেন মারডক জানান, রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের বার্তা দিতেই দেশজুড়ে ওই কর্মসূচির আয়োজনের আহ্বান জানান তিনি। অবাধে বন্দুক বিক্রির প্রতিবাদে আয়োজিত সমাবেশে কলোম্বাইন বিদ্যালয়ে হওয়া গোলাগুলির ঘটনায় নিহত ১৩ জনের জন্য ১৩ সেকেন্ড নীরবতা পালন করা হয়। সমাবেশ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়, বন্দুক নিয়ন্ত্রণে আইন পরিবর্তনের জন্য স্থানীয় সিনেট সদস্যদের কাছে দাবি জানানো হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাওয়া হবে।
এর আগে ১৪ মার্চ একই রকম একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ফ্লোরিডার মার্জারি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে চালানো গোলাগুলির ঘটনায় ১৭ জনের নিহত হওয়ার এক মাসের মাথায় আয়োজন করা হয় ওই প্রতিবাদ কর্মসূচি। ক্লাসরুম বর্জন কর্মসূচিতে জড়িত হন অনেক তারকা। অভিনেতা রবার্ট ডি নিরো ও জুলিয়ান মুর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে চিঠি পাঠান। বৃহস্পতিবার কলোরাডোর শিক্ষার্থীরা কলোম্বাইন হাইস্কুলে ‘ভোট ফর আওয়ার লাইভস’ নামের একটি সমাবেশ আয়োজন করে হত্যাযজ্ঞের ঘটনাস্থলে। ফ্লোরিডার পার্কল্যান্ডের ৬০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন ২০১৩ সালে কাছের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা। ১৯৯৯ সালের ২০ এপ্রিল কলোম্বাইন হাইস্কুলের দুই শিক্ষার্থীর গুলিতে নিহত হন ১২ জন সহপাঠী ও তাদের এক শিক্ষক।
এদিকে শিক্ষার্থীদের প্রতিবাদ শুরু মাত্র এক ঘণ্টা আগে ফ্লোরিডার ফরেস্ট হাইস্কুলে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গুলি চালানো ব্যক্তিকে প্রাথমিকভাবে ওই বিদ্যালয়ের ছাত্র মনে করা হলেও পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারী বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী নয়।