এশিয়ান বাংলা ডেস্ক : জিতলেই সেমিফাইনালে। সমীকরণ যতটা সহজ ছিল, ম্যাচ ততটা ছিল না। নেপালের কাছে ৩-০ সেটে বিধ্বস্ত হওয়া মালদ্বীপ যে হঠাৎ করে গর্জে উঠবে, তা হয়তো ভাবতেও পারেননি হরষিতরা। সোমবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয় সেটে অনেকটাই কোণঠাসা ছিল বাংলাদেশ। জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। তবে শেষ পর্যন্ত মালদ্বীপকে সরাসরি ০-৩ সেটে হারিয়েই এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের তিনটি পুরস্কারের দুটিই জিতে নিয়েছে হরষিত বাহিনী। সেরা খেলোয়াড় হন মো. এহসিন, সেরা স্পাইকার অধিনায়ক হরষিত। সেরা ব্লকার নির্বাচিত হন মালদ্বীপের আহমেদ অনীল নাসের। তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।
ম্যাচের প্রথম দু’সেটে বাংলাদেশের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি মালদ্বীপ। ২৫-১৫ পয়েন্টে প্রথম সেট জেতে বাংলাদেশ। দ্বিতীয় সেটের ব্যবধান ছিল সমান। লাল-সবুজরা জেতে ২৫-১৫ পয়েন্টে। তবে বেশ ভুগিয়েছে তৃতীয় সেট। একপর্যায়ে ১১-৭ পয়েন্টে
এগিয়ে ছিল মালদ্বীপ। পরে বাংলাদেশের সব সার্ভেই যেমন ছিল গতি, তেমনি ছিল দর্শকদের গগনবিদারী চিৎকার। ফলে কিছুটা ভড়কে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ২৫-২২ পয়েন্টে জেতে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। এ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে নেপাল। এদিকে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান। কাল তারা উজবেকিস্তানকে ৩-১ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। আজ কিরগিজস্তান-উজবেকিস্তানের ম্যাচের জয়ী দল যাবে সেমিফাইনালে।