এশিয়ান বাংলা ডেস্ক : সিরীয় সীমান্তবর্তী ইসরাইলি সেনা চৌকিগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে সিরিয়ায় মোতায়েন ইরানি বাহিনী। এর জবাবে সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে ২০টি রকেট নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। এর পাল্টা জবাবে ২৮টি বিমান থেকে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব। বৃহস্পতিবারের রাতভর হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। গোলান মালভূমিতে চালানো এ হামলাই সিরিয়া থেকে ইরানি বাহিনীগুলোর চালানো প্রথম হামলা। খবর আলজাজিরার।
ইসরাইলের সামরিক বাহিনী মুখপাত্র জানান, ইরানের কুদস বাহিনী গোলান মালভূমিতে ইসরাইলি অবস্থানগুলো লক্ষ্য করে প্রায় ২০টি রকেট ছুড়েছে। কুদস বাহিনী ইরানের বিপ্লবী রক্ষীদলের একটি বিদেশি শাখা। ইসরাইলি মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কোনরিকাস জানান, ইরানি বাহিনীর ছোড়া রকেটগুলোর মধ্যে ‘অল্প কয়েকটি’ ধ্বংস করেছে ইসরাইল। বাকিগুলো আঘাত করলেও ইসরাইলি অবস্থানের ‘সীমিত’ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটের দিকে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, বহু ইসরাইলি রকেট সিরিয়ার রাডার স্টেশন, এয়ার ডিফেন্সের অবস্থানে এবং অস্ত্রগুদামে আঘাত হেনেছে। সীমান্তবর্তী এইতনিত্রার বাথ শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাজধানী দামেস্ক, হোমস ও সুইদায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করা হয়েছে। এ হামলায় ৫ সিরীয় সেনা ও মিত্র জোটের ১৮ সেনা নিহত হয়েছেন। সামরিক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এসএএনএ জানায়, এয়ার ডিফেন্স বহু ইসরাইলি রকেট ধ্বংস করেছে, তবে কয়েকটি লক্ষ্যে আঘাত হেনেছে, এতে একটি রাডার কেন্দ্র ধ্বংস হয়েছে। আরেকটি রকেট একটি অস্ত্রগুদামে আঘাত হেনেছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী মেতুল্লার অধিবাসীদের বোম্ব শেল্টারে আশ্রয় নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেনা কমান্ডের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের আকাশসীমায় চক্কর দিয়ে পরে চলে গেছে। এসব ঘটনায় ইরান ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনায় মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
পাল্টাপাল্টি এ হামলা বন্ধে উভয়পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির ডেপুটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা উভয় জোটের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের সংঘাতপূর্ণ কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ বেধে যায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।