এশিয়ান বাংলা ডেস্ক : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর লুম্বক দ্বীপে মাউন্ট রিনজানি নামের একটি উপত্যকায় ৫৬০ পরিব্রাজক ও তাদের পথ প্রদর্শক আটকে পড়েছেন। সোমবার রিনজানি জাতীয় পার্ক অফিসারের বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করেছে।
রোববার সকালে ভয়াবহ ভূমিকম্পে ভূমিধসের পর উপত্যকা থেকে নেমে আসার পথ বন্ধ হয়ে যায়। আটকে পড়া ব্যক্তিদেরকে উদ্ধারকর্মীরা বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। উদ্ধার তৎপরতার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
রিনজানি ন্যাশনাল পার্কের প্রধান বলেন, এখনো ৫৬০ জন আটকা পড়ে আছে। ৫০০ জন আটকা পড়েছে সিগারা আনাকান এলাকায় এবং ৬০ জন বাতু সিপার এলাকায়।
রোববার লুম্বক ও পার্শ্ববর্তী বালি দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৬ জন প্রাণ হারান এবং ১৬০ জনেরও বেশি আহত হন। ভূমিকম্পে হাজার হাজার বাড়ি-ঘর নষ্ট হয়।