এশিয়ান বাংলা ডেস্ক : চীন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-পর্যবেক্ষণ প্রকল্পের আওতায় মঙ্গলবার জাওফিন-১১ নামের অপটিক্যাল দূর নিয়ন্ত্রিত বোধ সম্পন্ন এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। খবর সিনহুয়া’র।
শানজি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে জাওফিন-১১ স্যাটেলাইটটি বেইজিং সময় সকাল ১১টায় দূরপাল্লার ৪বি রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়। দূরপাল্লার উৎক্ষেপণ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয় যা ছিল এর দুই শ’ ৮২ তম উড্ডয়ন অভিযান।
স্যাটেলাইটটি ভূমি জরিপ, নগর পরিকল্পনা, সড়ক যোগাযোগের নকশা প্রণয়ন, কৃষি এবং দুর্যোগে ত্রাণ কার্যে ব্যবহার করা হবে। এছাড়াও এর তথ্য বলয় ও সড়ক উদ্যোগে ব্যবহার করা হবে।
প্রকল্পটি ২০১০ সালে শুরুর পর থেকে চীন ক্রমবর্ধমান হারে এই গ্রহের পরিষ্কার ছবি পাচ্ছে।