যুগান্তর ডেস্ক : বাংলাদেশে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে আমাদের উদ্বেগ বাংলাদেশ সরকারকে পরিষ্কার জানিয়েছি। আমরা সেখানে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসলে মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নর্ট এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সপ্তাহ খানেক আগের ওই আন্দোলনের বিষয়ে আমরা অবগত আছি।
সেখানে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়। পরে তরুণরা জেগে ওঠে। তারা আরো নিরাপদ গাড়ি চালনার দাবি জানায়। পরে ওই আন্দোলন তীব্র হতে থাকে।
হিদার নর্ট বলেন, ‘বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি, আন্দোলনের লাগাম টেনে ধরার জন্যই তারা এমনটি করেছে। আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবো।’
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে