এশিয়ান বাংলা ডেস্ক : ক্ষতটা এতদিন দগদগেই ছিল। ভুটানের কাছে হেরে প্রায় দেড় বছর আন্তর্জাতিক ফুটবলে দর্শক হয়ে ছিল বাংলাদেশ। এবার বোধহয় সেই গ্লানির ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। প্রায় দু’বছর আগের সেই হারের মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। যেন হাঁফ ছেড়ে বাঁচল পুরো লাল-সবুজের দল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপের ১২তম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে প্রতিশোধ নেয়। তপু বর্মণ ও মাহবুবুর রহমান সুফিলের গোলে নিজেদের আঙিনায় দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের শুরুটা হল দুর্দান্ত।
এক এশিয়াডেই কোচ হিসেবে থিতু হয়ে গেলেন ব্রিটিশ কোচ জেমি ডে। আস্থাও অর্জন করলেন। জেমির আস্থার প্রতীক তরুণ ফুটবলাররাই। যারা এশিয়াডের ইতিহাসে এবার প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে তুলেছেন বাংলাদেশকে। তাই সাফেও সেই তরুণদের ওপর আস্থা রাখলেন জেমি। ফলও পেলেন।
ম্যাচটি ভুটানের বিপক্ষে। ২৩ মাস আগের সেই দুঃসহ স্মৃতি মনে রেখেছেন দর্শকরা। এশিয়াডে চমক দেখানো দলটির প্রতি তাদের আস্থাও বেড়েছে। তাই ভুটানের বিপক্ষে জামাল ভূঁইয়াদের খেলা দেখতে প্রায় ১৬ হাজার দর্শক কাল মাঠে হাজির হয়েছিলেন। বাংলাদেশের গোলে তারা উল্লাস করেছেন। প্রতিটি আক্রমণে হাততালি দিয়ে উৎসাহিত করছেন।
সদ্যসমাপ্ত এশিয়ান গেমস ছিল বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডের প্রথম পরীক্ষা। সেখানে ভালো করায় সাফেও অনূর্ধ্ব-২৩ দলের তরুণদের নিয়েই লড়াইয়ে নামেন জেমি। তবে কিছুটা পরিবর্তনও ছিল তার কৌশলে। এশিয়াডে না খেলা ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও গোলকিপার শহিদুল আলম সোহেলকে কাল একাদশে নামানো হয়। আর এশিয়াডে খেলা গোলকিপার আশরাফুল ইসলাম রানা এবং মিডফিল্ডার ইমন মাহমুদকে রাখা হয় রিজার্ভ বেঞ্চে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। যার ফল তারা পেয়ে যায় ম্যাচের মাত্র তিন মিনিটেই। বল নিয়ে এগিয়ে যাওয়া ফাহাদকে বক্সে অবৈধভাবে বাধা দেন ভুটানের চেনচো তোবজাই। রেফারি সিভাকর্ণ পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ (১-০)। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেন আরও আক্রমাÍক হয় ওঠেন জামাল ভূঁইয়ারা। মিনিটচারেক পর মাঝ মাঠ থেকে বল পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে গোলকিপারকে পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মাহবুবুর রহমান সুফিল। যার দায় মেটান তিনি দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে সতীর্থের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মাহবুবুর রহমান সুফিল (২-০)। এশিয়াডে তার গোলেই থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে ভুটানের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ। এ-গ্র“পের প্রথম ম্যাচে এদিন নেপালের বিপক্ষে পাকিস্তান জিতেছে ২-১ গোলে।