এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওহাইও রাজ্যের সিনসিনাটের ব্যাংকের ভেতর গুলি চালায় বন্দুকধারী।
পুলিশ জানায়, বন্দুকধারী ফাউন্টেইন স্কয়ারের কাছে ফিফত থার্ড ব্যাংকে গিয়ে গুলি চালায়। তবে ব্যাংকের লবিতে প্রবেশের আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার গুলি বিনিময় হয়। সিনসিনাটের মেয়র জন ক্র্যানলি জানান, বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। আমাদের কর্মকর্তারা তাকে প্রতিহত করার চেষ্টা করে। অবশেষে তাকে হত্যা করতে সক্ষম হন কর্মকর্তারা। তবে বন্দুকধারী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। যদিও পুলিশ বলেছে, তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। রয়টার্স।