এশিয়ান বাংলা ডেস্ক : ইরাকে ইরানের দূতাবাস ভাংচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বসরায় দূতাবাসটির অবস্থান।
বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোয় ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে কয়েকশ’ দূতাবাস ঘেরাও করে। গত কয়েক দিন ধরে চলা বিক্ষোভের মধ্যে দূতাবাস জ্বালিয়ে দেয়ার ঘটনাটি ঘটল।
তৎক্ষণাৎ এক বিবৃতিতে বিক্ষোভ বন্ধ করতে বিক্ষোভকারীদের আহ্বান জানান ইরানের শীর্ষ এক ধর্মীয় নেতা। ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইরাকের রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর ওপর তেহরানের প্রভাব ও তাদের দূতাবাসের দুর্বল সেবায় ক্ষুব্ধ হয়ে দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এক পর্যায়ে কয়েকশ’ বিক্ষোভকারী সহসাই দূতাবাসের ভেতরে ঢুকে পড়ে এবং ভবনে আগুন জ্বালিয়ে দেয়।
দুর্নীতি, সরকারি সেবা খাতের শোচনীয় অবস্থা এবং পানিস্বল্পতা প্রভৃতির বিরুদ্ধে কয়েক মাস ধরেই
বিক্ষোভ করে আসছে আন্দোলনকারীরা। গত সোমবার থেকে নতুন করে বসরা ও দেশের কয়েকটি শহরে ভয়াবহ বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভকালে অনেক সরকারি ভবন ও রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেয় তারা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে সোমবার থেকে এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।