এশিয়ান বাংলা ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান। একের পর এক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এ মুহূর্তে রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-১২’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে আলী আব্বাস জাফরের ‘ভারত’ নামে একটি ছবির শুটিং শুরু করে দিয়েছেন। বিগ বসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পরবর্তী ছবিতে অভিনয়ের ঘোষণাও দেন তিনি। সেসময় সালমান বলেন, ‘আমি সঞ্জয়লীলা বানসালির নতুন ছবিতে কাজ করছি। তবে এখনও ছবি সম্পর্কে তেমন কিছু জানি না।’ জানা যায়, ছবির নাম হবে ‘ইনশাল্লাহ!’ চিত্রনাট্য চূড়ান্ত করতে ছয় মাসের মতো সময় লাগবে। আগামী বছর থেকে ছবির শুটিং শুরু হবে এবং ২০২০ সালের ঈদে মুক্তি দেয়া হবে। নতুন ছবিতে সালমানের নায়িকা কে থাকবেন এটি নিশ্চিত করা হয়নি এখনও। তবে বানসালি নাকি সালমানের নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনকে চাইছেন। কারণ ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ এর মতো বেশকিছু জনপ্রিয় ছবি উপহার দেয়ায় দীপিকার ওপর আস্থা জন্মেছে বানসালির। তবে এ বিষয়ে দীপিকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছবির মাধ্যমে সালমান খান দীর্ঘ ১১ বছর পর বানসালির সঙ্গে কাজ করছেন। সর্বশেষ ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিয় করেন সালমান।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে