এশিয়ান বাংলা ডেস্ক : রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য ব্লকে মিয়ানমারের পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা কেড়ে নেয়া হতে পারে। বৃহস্পতিবার ইইউর তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এ পত্রিকাটি লিখেছে, ইউরোপীয় কমিশনে আলোচনার পর্যায়ে থাকা এ নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের টেক্সটাইল শিল্পকেও রাখা হতে পারে। সেক্ষেত্রে মিয়ানমারে বহু লোক কর্মহীন হওয়ার ঝুঁকির মধ্যে পড়বে। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে না। মূলত এর মাধ্যমে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে চাপে রাখতে চায় ইইউ। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, নিষেধাজ্ঞা কার্যকর করার আগে মিয়ানমারকে ৬ মাসের সময় বেঁধে দেয়া হতে পারে, যার মধ্যে তাদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে। মিয়ানমার সেনাবাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে রোহিঙ্গা নিধনযজ্ঞ চালিয়েছে মর্মে আগস্টে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে মিয়ানমার সেনাবাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ৬ জেনারেলের সাজার সুপারিশ করা হয়েছে। দেশটির দুটি সামরিক ইউনিটের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার ইইউ মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, ‘মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে জনগণের ওপর এর যে প্রভাব পড়বে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে