এশিয়ান বাংলা, ঢাকা : একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়েছে। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। এর মাধ্যমে ভোটে ইভিএম ব্যবহারে কোনো বাধা থাকলো না। প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাতের আগের দিনই এ অধ্যাদেশ জারি হলো। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। দ্রুতই তা জারি হবে। এক্ষেত্রে ইভিএম, অনলাইন মনোনয়নপত্র দাখিল, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত পুনঃতফসিলের সুযোগ রাখার সুপারিশ রাখা হয়েছে।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করে সংসদ নির্বাচনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করতে চায় ইসি।
এজন্য প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সাংবিধানিক সংস্থাটি। সংসদের ভোটে ইভিএম ব্যবহারে আপত্তি করেছেন একজন নির্বাচন কমিশনার। দাবি-আপত্তি আমলে না নিয়ে আরপিও’তে ইভিএম যুক্ত করলো ইসি।