এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিনাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহত হয়েছে হামলাকারী নিজেও। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, হামলার সময় বারটি কলেজ ছাত্র দ্বারা পরিপূর্ন ছিল। লস এঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল বারে বুধবার রাতে এ হামলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বারের ভেতরে যে ভয়াবহ দৃশ্য তারা দেখেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সর্বত্রই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। বুধবার রাত ১১.২০টার সময় হামলা শুরু হয়।
বারটির ওয়েবসাইট থেকে জানা যায়, এটি প্রত্যেক বুধবার কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ পার্টির আয়োজন করে থাকে। পুলিশ জানিয়েছে হামলার সময় ভেতরে কয়েক শ মানুষ ভেতরে অবস্থান করছিল। আল-জাজিরার সাংবাদিক রব রেনল্ডস ওয়াশিংটন ডিসি থেকে জানিয়েছেন, হামলাকারী একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করতে শুরু করে। প্রথমে সে ক্লাবের মধ্যে কয়েকটি ‘স্মোক বোম্ব’ নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, হামলাকারী মোট ৩০ রাউন্ড গুলি করেছে। হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলটি বর্তমানে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে।