এশিয়ান বাংলা, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ মুক্তি পাবে আগামী ১৬ই নভেম্বর। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। মুক্তি উপলক্ষে গতকাল দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’-এর। সেখানে এ প্রামাণ্যচিত্র নিয়ে নানা দিক তুলে ধরেন নির্মাতা পিপলু। বলেন, টানা দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তিনি দেশের উন্নয়নে এখনো বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা যখন এই প্রামাণ্যচিত্রটি নির্মাণের পরিকল্পনা করি তখনো তিনি এই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আমরা ৭০ মিনিটের যে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছি সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নয়, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্রটির পরিবেশক ও গ্রে’র পরিচালক গাউসুল আলম শাওন, সিআইআর-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির শামস ও কণ্ঠশিল্পী শিবু কুমার শীল। সিআইআর-এর উদ্দেশ্য জানিয়ে সাব্বির শামস বলেন, আমরা সাধারণত ইতিহাসের ডকুমেন্টেশন নিয়ে বিভিন্ন সময় প্রকাশনা করি। সেই ভাবনা থেকেই এমন একটি প্রজেক্টে সংযুক্ত হওয়া। প্রামাণ্যচিত্রটি নির্মাণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পিপলু আর খান বলেন, আমরা যখন কাজটি হাতে নেই তখন ২০১৩ সাল। মানে রানিং প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ! বিষয়টা সহজ ছিল না। আমিও ভাবলাম এমন একটা কাজ করতে হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকলে হবে না। আমি বুদ্ধি করে তাকে বললাম, ‘আপনাকে আমি আপা বলে ডাকবো। মাঝে মধ্যে একটু আধটু বিরক্ত করবো।’ প্রথমে তিনি আমাকে ‘এই ছেলে’ বলে ডাকতেন, এরপর একসময় বললেন ‘এই পিপলু’। এভাবে আমার কাজটা করতেও সহজ হয়ে যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রটি। এগুলো হচ্ছে ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা সিনেমা হল ও চট্টগ্রামের মিনিপ্লেক্স। প্রামাণ্যচিত্রটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনায় ছিলেন নবনীতা সেন এবং সংগীতে ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র। নির্মাতা জানান, মুক্তির আগে আগামীকাল প্রামাণ্যচিত্রটির একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।