এশিয়ান বাংলা ডেস্ক : পাকিস্তান সরকারের অস্বস্তি বাড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ইমরান খান সরকারের কাশ্মীরের দাবি ছেড়ে দেয়া উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘কাশ্মীর চায় না পাকিস্তানের জনগণ। তারা চায়, আগে নিজেদের চারটি প্রদেশের সুরক্ষা নিশ্চিত করুক ইসলামাবাদ।’ বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন আফ্রিদি। খবর এনডিটিভির।
আফ্রিদির এ মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। ভারত বিরোধিতা এবং কাশ্মীরের অধিকার, এই দুটি বিষয়ই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আফ্রিদির মন্তব্য, ‘নিজেদের চারটি প্রদেশই ভালোভাবে সামলাতে পারে না সরকার। সেখানে কাশ্মীরের কী দরকার? যদিও এ মন্তব্য করেই থেমে যাননি আফ্রিদি। একই সঙ্গে বলেছেন, ‘জঙ্গিদের হাত থেকে দেশকে নিরাপদ ও ঐক্যবদ্ধ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তান।’ আফ্রিদি আরও বলেন, পাকিস্তান চায় না, কাশ্মীর ভারতের হাতে চলে যাক। তারা একটা স্বাধীন দেশও হতে পারে।