এশিয়ান বাংলা ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর্জেন্টিনায় এ মাসের শেষে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের ফাঁকেই এরদোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগ্লু। মঙ্গলবার একটি জার্মান দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, তিনি (এমবিএস) বুয়েন্স আয়ার্সে মুখোমুখি বসার বিষয়ে টেলিফোনে এরদোগানকে অনুরোধ করেছেন। এরদোগান জবাব দিয়েছেন, দেখা যাক কি হয়।’ কাভোসোগ্লু বলেন, এই মুহূর্তে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে না বসার কোনো কারণ নেই। প্রসঙ্গত, ৩০শে নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দু’দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দিচ্ছেন এরদোগান ও বিন সালমান। সেখানেই তুর্কী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি ক্রাউন প্রিন্স।
খাসোগি হত্যাকাণ্ড ও এতে ক্রাউন প্রিন্সের ভূমিকা নিয়ে তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অবনতি ঘটেছে।
সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই খাসোগিকে হত্যা করা হয়েছে। তুরস্ক শুরু থেকেই এ দাবি করে আসলেও সৌদি আরব প্রথমে তা মেনে নেয় নি। দফায় দফায় বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়ার পর রিয়াদ অবশেষে স্বীকার করেছে যে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাসোগিকে হত্যা করা হয়েছে। তবে এতে ক্রাউন প্রিন্সের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। এমন পরিস্থিতিতে বিন সালমানের সঙ্গে এরদোগানের বৈঠক স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।