এশিয়ান বাংলা, ঢাকা : মেক্সিকোয় অবস্থিত মার্কিন কনস্যুলেটে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। দেশটির নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের শপথ গ্রহণের মাত্র একদিনের মাথায়ই হামলার এ ঘটনা ঘটলো। সেখানকার স্থানীয় মিডিয়া জানিয়েছে, শনিবার সকালে জালিসকো প্রদেশের গুয়াদালাজালা শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে এ হামলা হয়। ঘটনার সূত্র উদ্ধারে মার্কিন কনস্যুলেটে মেক্সিকান কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।
মেক্সিকোয় অবস্থানরত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, কনস্যুলেটে হওয়া গ্রেনেড হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। জালিসকো প্রদেশটি ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’ নামের মেক্সিকোর একটি অন্যতম শক্তিশালী সন্ত্রাসী গ্যাংয়ের ঘাটি। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের মোস্ট ওয়ান্টেড তালিকায় এই গ্যাংয়ের প্রধান এল মেনসোর নাম অন্তর্ভুক্ত রয়েছে। মেক্সিকোর এই প্রদেশে রেকর্ড সংখ্যক হত্যার ঘটনা ঘটে থাকে।।