এশিয়ান বাংলা ডেস্ক : এ বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টোর্মি ড্যানিয়েলসের করা মানহানি মামলা আদালতে খারিজ হয়ে যায়। সোমবার সেই মামলা লড়ার খরচ বাবদ স্টোর্মির কাছ থেকে ৩ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার দাবি করেছেন ট্রাম্পের আইনজীবীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। লস এঞ্জেলসের একটি আদালতে এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। তারা দাবি করেছেন, স্টোর্মি ড্যানিয়েলসের আইনজীবীর কৌশলের কারণে তাদের মামলা লড়ার খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ জন্য এ অর্থ স্টোর্মিকেই পরিশোধ করতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত স্টোর্মি ড্যানিয়েলসের করা মামলা খারিজ করে দেয়। তিনি দাবি করেছিলেন, ডনাল্ড ট্রাম্প এ বছরের এপ্রিলে তাকে নিয়ে যে টুইট করেছেন তাতে তার অবমাননা হয়েছে।
এছাড়া তার দাবি ছিল ট্রাম্পের সঙ্গে তার যৌন স¤পর্ক ছিল। ২০১১ সালে এ বিষয়ে মুখ না খুলতে তাকে হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন স্টোর্মি। সেসময় হুমকিদাতার একটি স্কেচ আঁকান তিনি। সে ছবি শেয়ার করে টুইটারে ট্রাম্প লেখেন, এই ব্যক্তি স্টোর্মির সাবেক জীবনসঙ্গী। এর পরই তার বিরুদ্ধে মানহানী মামলা ঠুকে দেন স্টোর্মি ড্যানিয়েলস। তবে আদালত রায় প্রদান করে, ট্রাম্পের এ টুইট মানহানীকর নয়, অতিয়োশক্তি ছিল। ট্রাম্পের আইনজীবীরা এখন এই মামলার পেছনে খরচ হওয়া তাদের হাজার হাজার ডলার ফেরত চান।