এশিয়ান বাংলা ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের চামারাজনগর জেলায় খাদ্যে বিষক্রিয়ায় ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার নতুন এক মন্দির উদ্বোধনের সময় চলমান এক উৎসবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
পুলিশ কর্মকর্তা মোশাররফ জানান, আরো অন্তত ১৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উপাসকরা পচে যাওয়া সবজি ও ভাত থেকে সৃষ্ট বিষক্রিয়ায় মারা গেছেন। খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বমি করতে শুরু করে। এরপর তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
মন্দিরের তিন ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে, খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উৎসবে অংশ নেয়া এক উপাসক জানান, তাদেরকে প্রথমে কিছু খাবার খেতে দেয়া হয়। এগুলো থেকে বাজে গন্ধ আসছিল। প্রশ্ন করলে তাদেরকে বলা হয়, এর মধ্যে দেয়া এক ধরণের পাতার কারণে এরকম গন্ধ আসছে। ভারতে খাদ্যে বিষক্রিয়া একটি বড় সমস্যা। ২০১৩ সালে একটি স্কুলের ২২ শিক্ষার্থী মারা যায় খাদ্য বিষক্রিয়ার কারণে।