এশিয়ান বাংলা ডেস্ক : মুসলিম বিরোধী পোস্ট দেয়ার কারণে ফেসবুকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। অভিযোগ আছে, তিনি ফেসবুকের পোস্টে সব মুসলিমকে ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছেন। এ জন্য রোববার তাকে সাময়িকভাবে ফেসবুক ব্লক করে দেয়। গত সপ্তাহে তিনি সামাজিক যোগাযোগ বিষয়ক এই প্লাটফরমে একটি পোস্ট দেন। তাতে লিখেছেন, সব মুসলিম ইসরাইল ছাড়লে তিনি এর পক্ষে থাকবেন। ওই পোস্ট মুছে দেয় ফেসবুক। এ ছাড়া গত সপ্তাহে ফিলিস্তিনি অস্ত্রধারীদের হাতে নিহত হয় ইসরাইলের দু’জন সেনা সদস্য। এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে তিনি একটি পোস্ট দেন।
ওই পোস্টও মুছে দেয় ফেসবুক। ২৭ বছর বয়সী ইয়ার নেতানিয়াহু ইসরাইল থেকে ফিলিস্তিনিদের নির্মূল চান। রোববার তিনি মুছে দেয়া পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন। এটা ফেসবুকের নির্দেশনার লঙ্ঘন। এর অল্পক্ষণ পরেই তাকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ করে ফেসবুক।