এশিয়ান বাংলা, ঢাকা : নির্বাচন সংশ্লিষ্ট সকলের ‘দায়িত্বশীল’ আচরণ প্রত্যাশা করে কানাডা। একই সঙ্গে দেশটি মনে করে নির্বাচনে সহিংসতা, বল প্রয়োগ বা হুমকি মোটেও গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আন্ডারমাইন্ড বা হেয় করে। নির্বাচনের প্রচার-প্রচারণা এমন শান্তিপূর্ণ এবং নিরাপদ হওয়া উচিত যাতে বাংলাদেশের ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ৩০শে ডিসেম্বরের শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে সকল ধরনের সহিংসতা পরিহার করতে নির্বাচনী প্রচারণায় থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানিয়ে রোববার আনুষ্ঠানিক বিবৃতি দেন ঢাকাস্থ কানাডার হাইকমিশনার বেওনেট প্রিফন্টেইন।
ঢাকা মিশন প্রচারিত ওই বিবৃতিতে হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশের জনগণের পক্ষে রয়েছে। আসন্ন ৩০শে ডিসেম্বরের নির্বাচনে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কানাডা ভোটাধিকারের প্রতি সমর্থন জানায়। বেওনেট প্রিফন্টেইন বলেন, গণতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। সহিংসতা ও হুমকি গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেয়।
ভোটের আগের নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ এবং দায়িত্বশীলতার সঙ্গে হওয়া উচিত। যা প্রান্তিক জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে এবং নাগরিক সমাজের সমাবেশ করতে পারার ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কানাডার দূত শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। যাতে বাংলাদেশের উন্নতির গতি ত্বরান্বিত করতে আসন্ন ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়।