এশিয়ান বাংলা ডেস্ক : নির্বাচনী সহিংসতা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে নিরাপত্তা রক্ষাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে।
২১শে ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন, মিস্টার স্টিফেন ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে ক্ষমতাসীন কর্তৃপক্ষ বিরোধী দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। আপনি কি এখনো বিশ্বাস করেন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে, যেহেতু এখনো তারা বিরোধী দলীয় প্রার্থীদের বিভিন্ন বিধি ব্যবহার করে অযোগ্য ঘোষণা করছে?
এ প্রশ্নের উত্তর দেন স্টিফেন ডুজাররিক।
তিনি বলেন, আমি আপনাকে বলেছি, এসব ঘটনাপ্রবাহের দিকে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ নজর রাখছি। একই সঙ্গে নির্বাচনী সহিংসতা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের খবরে আমরা উদ্বিগ্ন। পাশাপাশি সবার অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা সব মহলের প্রতি আহ্বান জানাই। এর প্রেক্ষিতে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, নিরাপত্তা রক্ষাকারীরা অবাধ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবেন। সব প্রার্থীকে প্রচারণায় সুবিধা দেবেন। বাংলাদেশের নাগরিকদের নিজের ভোট দেয়ার ক্ষেত্রে নিজেকে নিরাপদ রাখার জন্য আস্থাশীল হতে দেয়া উচিত। এ ধারায় নিজেদের ভূমিকা রাখার জন্য নাগরিক সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ সমর্থন দেয়া উচিত।