এশিয়ান বাংলা, ঢাকা : একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গতকাল বিকালে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থপাচার ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে।
মিয়া নুরুদ্দিন অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। র্যাব, জানিয়েছে গ্রেপ্তারের পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অপু শরীয়তপুর-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলেন। গত ২৫শে ডিসেম্বর একটি আমদানি-রপ্তানিকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারকে মতিঝিল থেকে গ্রেপ্তার করে র?্যাব। পরে গুলশানের আমেনা এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক (অ্যাডমিন) জয়নাল আবেদীন ও অফিস সহকারী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর র্যাব জানায়, তাদের কাছ থেকে আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করে র?্যাব। আসামিদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর কাছে টাকা পাঠানোর কাগজপত্র পাওয়া যায়। র্যাব দাবি করেছে, তা যাচাই করে দেখা গেছে তাকে তিন কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় মতিঝিল থানার মানি লন্ডারিং ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া তিনজনকে পাঁচদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।