এশিয়ান বাংলা ডেস্ক : ইরানি শীর্ষ কমান্ডার সতর্ক করে বলেছে, যদি মার্কিন চাপের কারণে তেল বিক্রি না করতে পারে, তবে উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এ অঞ্চল দিয়ে অন্য কোনো দেশকে তেল দেওয়ার অনুমতি দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
সাম্প্রতিক বছরগুলোতে, উপসাগরীয় অঞ্চলে ইরানি সেনা ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। তবে সম্প্রতি মাসগুলোতে এসব সংঘর্ষের ঘটনা হ্রাস পেয়েছে।
এর আগে গত বছরের আগস্টে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলিরেজা।
ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর কোনো অবস্থান নেই দাবি করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন তিনি। তাসনিমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জেনারেল আলিরেজা বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে উপসাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বহিরাগত দেশের উপস্থিতির কোনো প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ শুরু হয়েছে মে মাস থেকে। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে। পরে ইরানের ওপর ব্যাংকিং ও এনার্জি খাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়।