দেশের দুঃসময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে থাকবেন সোহেল তাজ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ‘হটলাইন কমান্ডো’ নামে সচেতনতামূলক টিভি রিয়েলিটি শো সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো।
রিয়েলিটি শো সম্পর্কে সোহেল তাজ বলেন, ‘সমাজকে গড়া, এটাও তো রাজনীতির একটা অংশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটাও একটা অবদান। রাজনীতি কী সাইনবোর্ড নিয়ে করতে হবে নাকি?’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।’
অনুষ্ঠানে তার রাজনীতির বাইরে থাকা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সাথে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’
দলের সুদিনের ব্যাপারে তিনি বলেন, ‘সুদিনে আমি দলকে অন্যভাবে সাহায্য করছি। আমার এই মুভমেন্টে সবাইকে নিয়েই সোনার বাংলা গড়ার। এটা আমাদের দেশ, সবার দেশ।’