যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তুলে ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে বরখাস্ত হওয়া প্রিয়া সাহার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ ওঠেছে। প্যালেস্টাইনে গণহত্যার দায়ে বাংলাদেশের নাগরিকদের জন্য নিষিদ্ধ এবং কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখা ইসরাইলের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। হোয়াইট হাউজে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ধরার পর তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কিৎজের ভোজসভায় যোগ দেন।
বুধবার (২৪ জুলাই) ওই ভোজ সভা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টাইমস অব ইসরাইল। ওই প্রতিবেদনের সঙ্গে ছাপা হওয়া ছবিতে আমন্ত্রিত অতিথিদের সারিতে তাকে খুঁজে পাওয়া গেছে। পত্রিকায় ছাপা ছবিতে শাড়ি পরিহিতা নারীটিকে প্রিয়া সাহা বলে চিহ্নিতে করেছেন অনেকেই।
পূর্বপশ্চিমবিডি-এনই