ঢাকা ব্যাংক প্রেজেন্টস “দ্য চাঁদ বাজার সিজন ২”, এবার আরো বড়, রঙিন এবং আকর্ষণীয় আয়োজন নিয়ে আসছে ঈদ উল ফিতরের জন্য। আগামী ২৪ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই চারদিনব্যাপী ঈদ মেলা, যেখানে দর্শনার্থীরা একদিকে যেমন শপিং করবেন, তেমনি পাবেন সাংস্কৃতিক পরিবেশনা এবং সুস্বাদু খাবারের একটি বিশাল সমাহার।
এবারের চাঁদ বাজারে থাকবে আন্তর্জাতিক এবং দেশি ব্র্যান্ডের সব ট্রেন্ডি ঈদ পোশাক, অলংকার, গহনা, এবং গৃহসজ্জার পণ্য। দর্শনার্থীরা এক ছাদের নিচে সম্পূর্ণ পরিবারের জন্য ঈদ শপিং করতে পারবেন, এবং এতে থাকবে না কোন ধরনের উপচে পড়া ভিড় বা অস্বস্তি। অনুষ্ঠানটি চলবে প্রতিদিন বিকেল ২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত।
বিশেষ করে খাবারের জোনটি দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে। ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক খাবারের স্বাদ গ্রহণের সুযোগ মিলবে, যেমন শাহি বিরিয়ানি, কাবাব, ফালাফেল, আরবি কফি ইত্যাদি। দর্শনার্থীরা এখানেই পাবেন মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার, আরবেদেশের বিখ্যাত সব মিষ্টান্ন, এবং অন্যান্য চমৎকার সব খাবারের স্বাদ।
আরো আকর্ষণীয় হবে সাংস্কৃতিক পরিবেশনা। কাওয়ালি, সুফি সংগীত, তরবারি যুদ্ধ এবং ফায়ার ডান্সের মতো শৈল্পিক প্রদর্শনীর মাধ্যমে পুরো পরিবেশটি হয়ে উঠবে উৎসবমুখর। পুরো প্রাঙ্গণটি সাজানো হবে মধ্যপ্রাচ্য, পারস্য ও মিশরের ঐতিহ্যবাহী বাজারের আদলে, যা দর্শনার্থীদের এক নতুন অভিজ্ঞতা দেবে।
এটি শুধুমাত্র কেনাকাটা কিংবা বিনোদনের জায়গা নয়, বরং একটি সাংস্কৃতিক উদযাপনও। এই উৎসবটি দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে।