এশিয়ান বাংলা, ঢাকা : পুলিশি অভিযানের আতঙ্কে বেঙ্গালুরু থেকে পালিয়ে আসা ৩১ বাংলাদেশিকে আসামে আটক করা হয়েছে। সোমবার আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে আসামের গোয়াহাটি রেলওয়ে স্টেশনের পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন কাস্টডিতে রাখার আবেদন করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আটককৃতদের কাছে ভারতের প্যান কার্ড ও আধার কার্ড রয়েছে। এমনকি তাদের একজনের কাছে ভোটার আইডি কার্ডও রয়েছে।
স্থানীয় পুলিশ সুপার হেমন্ত কুমার দাস বলেন, রোববার তারা বেঙ্গালুরু থেকে গোয়াহাটিতে পৌছায়। তারা বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে আগত। তিন বছর আগে ভারতে আসে। পরে বেঙ্গালুরুতে ছোট-খাটো কাজ করে দিনাতিপাত করতো।
রেলওয়ে পুলিশের একটি সূত্র বলেছে, সম্প্রতি বেঙ্গালুরুতে পুলিশি অভিযান শুরু হওয়ার কারণে ভয়ে তারা রাজ্য ছেড়েছে। তবে আটককৃতদের কয়েকজনের দাবি, তারা প্রায়ই দু’দেশের মধ্যে আসা-যাওয়া করেন ।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে