এশিয়ান বাংলা, ঢাকা : পুলিশি অভিযানের আতঙ্কে বেঙ্গালুরু থেকে পালিয়ে আসা ৩১ বাংলাদেশিকে আসামে আটক করা হয়েছে। সোমবার আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে আসামের গোয়াহাটি রেলওয়ে স্টেশনের পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন কাস্টডিতে রাখার আবেদন করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আটককৃতদের কাছে ভারতের প্যান কার্ড ও আধার কার্ড রয়েছে। এমনকি তাদের একজনের কাছে ভোটার আইডি কার্ডও রয়েছে।
স্থানীয় পুলিশ সুপার হেমন্ত কুমার দাস বলেন, রোববার তারা বেঙ্গালুরু থেকে গোয়াহাটিতে পৌছায়। তারা বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে আগত। তিন বছর আগে ভারতে আসে। পরে বেঙ্গালুরুতে ছোট-খাটো কাজ করে দিনাতিপাত করতো।
রেলওয়ে পুলিশের একটি সূত্র বলেছে, সম্প্রতি বেঙ্গালুরুতে পুলিশি অভিযান শুরু হওয়ার কারণে ভয়ে তারা রাজ্য ছেড়েছে। তবে আটককৃতদের কয়েকজনের দাবি, তারা প্রায়ই দু’দেশের মধ্যে আসা-যাওয়া করেন ।

Share.

Comments are closed.

Exit mobile version