স্টাফ রিপোর্টার
ভারতীয় আগ্রাসন, সীমান্তে নির্বিচারে গণহত্যা, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে একদলপ্রীতি নীতির প্রতিবাদে লন্ডনে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অফ দ্যা পিপল’ এর উদ্যোগে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘেরাও করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফি’র সভাপতিত্বে, সেক্রেটারি ফয়েজ আহমদ ও সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ সিদ্দিকী, সংগঠনটির উপদেষ্টা সৈয়দ জুলকারনাইন জুম্মা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জুবেল হুসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট মহানগর শাখার সাবেক সহ প্রচার সম্পাদক আবু তাহের যাকওয়ান, সহসা সাধারণ সম্পাদক মোঃ সানাউর রহমান চৌধুরী।
উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল বা ইআরআইয়ের গুম বিষয়ক সম্পাদক খালেদ আহমেদ, ই আর আইয়ের প্রচার সম্পাদক সোহরাব উদ্দিন রুমান, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের সেক্রেটারি বোরহানউদ্দিন।
মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ হোসাইন, আব্দুল্লাহ আল নাঈম, জবা আক্তার সুবা, ফাহিম চৌধুরী প্রমূখ।

Share.

Comments are closed.

Exit mobile version