এশিয়ান বাংলা ডেস্ক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ করে গণমাধ্যম এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউন অবসানের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে ইইউ পার্লামেন্টের নেয়া এক রেজুলেশনে এ আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খারাপের দিকে যাওয়া মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট গভীর উদ্বেগ প্রকাশ করছে, বিশেষকরে গণমাধ্যম, শিক্ষার্থী, অ্যাকটিভিস্ট এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউন নিয়ে। বিচার বহির্ভূত হত্যা, গুমের ব্যাপারে তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ইউরোপিয়ান পার্লামেন্ট। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসাও করা হয় রেজুলেশনে। একইসঙ্গে প্রত্যাবাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে