এশিয়ান বাংলা ডেস্ক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ করে গণমাধ্যম এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউন অবসানের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে ইইউ পার্লামেন্টের নেয়া এক রেজুলেশনে এ আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খারাপের দিকে যাওয়া মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট গভীর উদ্বেগ প্রকাশ করছে, বিশেষকরে গণমাধ্যম, শিক্ষার্থী, অ্যাকটিভিস্ট এবং বিরোধীদের ওপর ক্র্যাকডাউন নিয়ে। বিচার বহির্ভূত হত্যা, গুমের ব্যাপারে তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ইউরোপিয়ান পার্লামেন্ট। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসাও করা হয় রেজুলেশনে। একইসঙ্গে প্রত্যাবাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়।

Share.

Comments are closed.

Exit mobile version