এশিয়ান বাংলা, চট্টগ্রাম : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীরা।
বুধবার সকাল থেকে নগরীর ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিচ্ছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক তোফায়েল আহমেদ রিয়াদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির মতো চট্টগ্রামেও বুধবার থেকে আবার কর্মসূচি শুরু করা হয়েছে।
“প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য ছাড়া আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব না।”
ষোলশহর রেল স্টেশন মাস্টার মো. শাহাবউদ্দিন জানান, স্টেশনে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করছে। রেল লাইনে অবস্থান নেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সারা দেশের মতো কোটা সংস্কারের দাবিতে সোমবারও ষোলশহর রেল স্টেশনে অবস্থান নিয়ে শাটল ট্রেন আটকে দেয় চবি শিক্ষার্থীরা। পরে তাদের সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়।
প্রায় ১০ ঘণ্টা অবস্থান নিয়ে ঢাকায় কর্মসূচি স্থগিতের ঘোষণার পর তারা রেল লাইন থেকে সরে আসে।