ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়লো আরো দুইদিন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। ব্যবসায়ীদের দাবি মুখে মেলার এ সময় বাড়ানো হয়।
মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ইপিবি কর্মকর্তা আব্দুর রউফ সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
ব্যবসায়ীদের দ্বিতীয় বার আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী মেলার সময় আরও দুই দিন বাড়িয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, প্রথম দফায় সময় বাড়ানোর পর ব্যবসায়ীরা দ্বিতীয়বার সময় বাড়ানোর আবেদন নিয়ে আসেন। সার্বিক দিক বিবেচনা করে এই সময় বৃদ্ধি করা হয়।
বছরের প্রথম দিন মেলা শুরুর পর প্রথম শুক্রবার বৃষ্টির কারণে বিকিকিনি জমতে পারেনি। গত ১০ই জানুয়ারি শুক্রবার মেলাপ্রাঙ্গণের পাশে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরুর অনুষ্ঠান থাকায় নিরাপত্তার কারণে সেদিন পূর্ণদিবস মেলা বন্ধ থাকে।
এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ৩১শে জানুয়ারি শুক্রবার এবং ১লা ফেব্রুয়ারি শনিবারও মেলা বন্ধ রাখা হয়। এছাড়া ৮, ৯ ও ২২শে জানুয়ারি অধাবেলা করে মেলা বন্ধ থাকে।
ছুটির দিনগুলোতে মেলা চালাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন ছিল তাদের।।

Share.

Comments are closed.

Exit mobile version