চীনের ঝেজিয়াং প্রদেশের এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগ দিয়ে এ ঘটনা ঘটলো। রোববার রাতে প্রদেশের নিংহাই কাউন্টির এক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। সোমবার সকালে স্থানীয় সরকার চীনা সামাজিক যোগযোগ মাধ্যম ওয়েইবুতে এক পোস্টের মাধ্যমে একথা জানায়। ওয়েইবু হচ্ছে টুইটারের চীনা বিকল্প। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, আগুন লাগার তিন ঘণ্টা পর পুরোপুরিভাবে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকলকর্মীরা। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ড থেকে মোট আট জনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে তিন জন হালকা আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হওয়ার আগ দিয়ে চীনে এমন দুর্ঘটনা যেন ঝেঁকে বসেছে। এর আগে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৩৬ জন। সড়ক ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা অবশ্য চীনে নতুন কিছু নয়। গত মার্চ মাসে জিয়াংসু প্রদেশে এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হন। এছাড়া, জুলাইয়ে চীনের মধ্যাঞ্চলে এক গ্যাস প্রকল্পে বিস্ফোরণ ঘটে প্রাণ হারান ১৫ জন।

Share.

Comments are closed.

Exit mobile version