এশিয়ান বাংলা ডেস্ক : শেষ যুদ্ধ চলছে সিরিয়ায়। বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি ইদলিবের পুনর্দখলে রোববার থেকে যৌথ অভিযান শুরু করেছে রুশ ও সিরীয় বাহিনী। বিমান হামলা চালানো হচ্ছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এবং ক্রমেই তা জোরদার হচ্ছে। চলছে হুমকি-পাল্টা হুমকি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাশিয়া বলেছে, ইদলিবে বেছে বেছে মার্কিন সমর্থিত বিদ্রোহীদের হত্যা করবে রুশ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ায় ফের ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে মস্কো। বলেছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি গ্রামে আমেরিকা ফসফরাস বোমা নিক্ষেপ করেছে তাদের বিমানবাহিনী। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাল্টা অভিযোগে পেন্টাগন বলেছে, বিদ্রোহীদের ওপর রাসায়নিক গ্যাম হামলার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী।

Share.

Comments are closed.

Exit mobile version