এশিয়ান বাংলা ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও বাঁ হাঁটুর ব্যথার কারণে ফিল্ডিং করতে পারেননি তামিম ইকবাল। ব্যথা নিয়ে কলম্বো থেকে তিনি লাহোরে যান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচ খেলতে। লাহোর থেকে চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক গিয়েছিলেন বাংলাদেশের তারকা ওপেনার। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম জানিয়েছেন, আগামী মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জুনে আফগানিস্তান সিরিজ। তার আগেই মে মাসের ৭/৮ তারিখে আমার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। ১০/১২ মে’র দিকে ক্যাম্প শুরু হওয়ার কথা। এখনও অনেক সময় আছে। আশা করি, মে মাসের মধ্যেই খেলার মতো ফিট হয়ে যাব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তামিমের ফিট হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।’ জুন থেকে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তাই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার লক্ষ্য তামিমের, ‘কয়েক সপ্তাহ বিশ্রাম পেলে ভালো হবে। সামনে আমাদের অনেক খেলা। পুরো সেরে উঠতে পারলে আর সমস্যা হবে না।’

তামিমের বাঁ হাঁটুর সমস্যা দীর্ঘদিনের। ২০১৫ সালের জানুয়ারিতে তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যচিকিৎসক ডেভিড ইয়াং। সেখানেই কয়েক মাস ধরে ব্যথা অনুভব করছেন তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version