ইউরোপীয়ন ক্লাব ফুটবলে দুই বছরের জন্য ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করেছে উয়েফা (দ্য ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন)। উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভঙ্গের অভিযোগে আগামী দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ হারাল সিটিজেনরা। নিষেধাজ্ঞার সঙ্গে আড়াই কোটি ইউরো জরিমানাও করা হয়েছে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, উয়েফার আর্থিক নিয়ম ভঙ্গ করায় আগামী (২০২০-২১) ও (২০২১-২২) মৌসুমে ইউরোপীয়ন ক্লাব ফুটবলে খেলতে পারবেনা সিটিজেনরা। বিবিসি আরো জানায়, স্পন্সরশীপ থেকে প্রাপ্ত অর্থের সঠিক তথ্য উয়েফাকে দেয়নি ম্যানসিটি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য ও তদন্তে উয়েফাকে সহযোগীতাও করেনি তারা।
এক বিবৃতিতে সিটি জানায়, উয়েফার এ সিদ্ধান্তে তারা হতাশ, তবে অবাক নয়। এ বিষয়ে খেলাধুলার সর্বোচ্চ আদালত কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এর কাছে আপিল করবে তারা।

Share.

Comments are closed.

Exit mobile version