এশিয়ান বাংলা স্পোর্টস : এশিয়া কাপে এবার বাংলাদেশের লক্ষ্যটা বেশ বড়। অধিনায়ক মাশরাফি মুর্তজা সংবাদ মাধ্যমে সরাসরি না বললেও সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কোচ স্টিভ রোডস জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, এমন আত্মবিশ্বাস দলের মধ্যে রয়েছে। এশিয়া কাপে খেলতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করছেন, আগে দুটি ফাইনাল খেলায় এবার শিরোপার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খালেদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সব ম্যাচেই চাপ থাকবে। আমরা আগে দুটি ফাইনাল খেলেছি। তাই শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারি। আফগানিস্তান বা শ্রীলংকা, সবার সঙ্গেই আমাদের চাপ থাকবে। সেই চাপ কাটিয়ে কতটা ভালো করা যায় সেটাই দেখার।’ তিনি বলেন, ‘লক্ষ্য ঠিক করে যাওয়া সব সময়ই ভালো। সবাই তখন বেশি মনোযোগী থাকে। ভারত-পাকিস্তানও আছে টুর্নামেন্টে, কাজটা সহজ হবে না। তারপরও লক্ষ্য নিয়ে এগোতে হবে।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জয়ের আত্মবিশ্বাসই এগিয়ে রাখছে বাংলাদেশকে। খালেদ মাহমুদ বলেন, ‘এ ফরম্যাটে আমরা ভালো খেলি। অনুশীলনও ভালো হয়েছে। সব মিলেয়ে তৃপ্তি আছে। যদি কেউ ইনজুরিতে না পড়ে, সব ঠিক থাকে তাহলে এবার ভালো সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর দলের আত্মবিশ্বাস অনেক ওপরে। সব মিলিয়ে আশা করি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে।’

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই সাকিব আল হাসানের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। তিনি এখন পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ চারদিনের মতো অনুশীলন করার সুযোগ পাবে। আগামী শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Share.

Comments are closed.

Exit mobile version