স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে রাজনৈতিক হত্যা ,গুম ও খুন বন্ধে ব্রিটিশ সরকারের কার্যকরী ও কূটনৈতিক চাপ প্রয়োগের দাবিতে সাপোর্ট লাইফ ইউকে শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে গুম ও খুনের ঘটনায় নির্যাতিত পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাক্ষিরা অংশ নেয়। এছাড়া ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস ও সেইভ বাংলাদেশসহ কয়েকটি মানবাধিকার সংগঠনও সমাবেশে তাদের ব্যানার নিয়ে অংশ নেয়। ডক্টর মামুন রহমানের সভাপতিত্বে ও শামসুল আলম লিটনের পরিচালনায় সমাবেশে নির্যাতিত পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বড় ভাই মামুন আল আজমী, মেজর সৈয়দ জিয়াউল হক জিয়ার আতয় শরীফুজ্জামান তপন , মুজিবুর রহমান মুজিব , ডঃ রুহুল আমীন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব আলী খানশূর সহ আরো অনেকে।
সমাবেশ থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রতি বাংলাদেশে অব্যাহত গুম , খুন ও ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব ও একটি পূর্নাঙ্গ অধিবেশন গ্রহনের দাবি জানানো হয়। সমাবেশে বিক্ষোভকারীরা বাংলাদেশে গুম হওয়া বিএনপি’র সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমী, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান , অধ্যাপক সাইফুল ইসলাম হিরু, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমেদ দিনারসহ শত শত মানুষের ছবিসম্বলিত প্লেকার্ড বহন করে। প্লেকার্ডে তারা সাত শতাধিক মানবতা বিরোধী ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে নানা বার্তা প্রদর্শন করে। বিক্ষোভকারীরা তাদের শ্লোগানে শেখ হাসিনাকে গনতন্ত্র হত্যার জন্য পদত্যাগের আহবান জানান।
সমাবেশ থেকে ব্রিটিশ পার্লামেন্টের প্রতি বাংলাদেশে অব্যাহত গুম , খুন ও ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাব ও একটি পূর্নাঙ্গ অধিবেশন গ্রহনের দাবি জানানো হয়। সমাবেশে বিক্ষোভকারীরা বাংলাদেশে গুম হওয়া বিএনপি’র সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমী, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, অধ্যাপক সাইফুল ইসলাম হিরু, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমন, সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমেদ দিনারসহ শত শত মানুষের ছবিসম্বলিত প্লেকার্ড বহন করে। প্লেকার্ডে তারা সাত শতাধিক মানবতা বিরোধী ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে নানা বার্তা প্রদর্শন করে। বিক্ষোভকারীরা তাদের শ্লোগানে শেখ হাসিনাকে গনতন্ত্র হত্যার জন্য পদত্যাগের আহবান জানান।
সমাবেশে বক্তারা আরো বলেন একটি পরিবারের দুঃশাসন ও অত্যাচার নির্যাতনে আজ বাংলাদেশে আইনের শাসন বলে কিছুই অবশিষ্ট নেই। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই শেখ হাসিনার অপশাসনে। শত শত মানুষকে গুম করা হচ্ছে সরকারী বাহিনীর মাধ্যমে। আবার অনেকে পরিবারের সদস্যদের নিরাপত্তার ভয়ে পুলিশের কাছে রিপোর্ট করেন না। কারন অনেক ক্ষেত্রে পুলিশ গুম হওয়া পরিবারকে সাহায্যের পরিবর্তে আরো বেশি নির্যাতন ও নিপীড়ন করে। গ্রেফতারের ভয় দেখিয়ে পুলিশ জোরপূর্বক অর্থ আদায় করে। এই ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ নিষ্কৃতি চায়।
সমাবেশ শেষে একটি স্মারকলিপি হাউস অব পার্লামেন্টের স্পিকারের সহকারীর কাছে পাঠানো হয় ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর একেএম নাজির আহমাদ এর ছোট ছেলে আহমাদ ফুয়াদ হাসান, শিবির নেতা সুয়াইবুর রহমান , শিবিরের সাবেক নেতা মাছউদুল হাসান , সাবেক শিবির নেতা সায়েম আহমেদ, সাবেক শিবির নেতা রাসেল আহমেদ, সাবেক শিবির নেতা কাজী মোহাম্মদ নুরুজ্জামান, যুবদল নেতা আব্দুল আলীম , খুলনা জেলা বিএনপি‘র সমাজকল্যান বিষয়ক সম্পাদক মঞ্জুর হাসান, মোঃ মোখিমিন, সাবেক ছাত্রদল নেতা শেখ দেলোয়ার হোসেন, ইস্ট লন্ডন বিএনপি নেতা মনজুরুল ইসলাম, যুবদল নেতা মোঃ সাকোয়াত হোসেন, মোহাম্মদ সাদেকুর রহমান, শিবির নেতা মোঃ আব্দুল হাফিজ, মোহাম্মদ মনসুর উদ্দীন, স্বেচ্ছাসেবক দলনেতা আলমগীর শেখ , মোঃ মাকসুদুর রহমান মমিন, শামীম আল মামুন, মোঃ মোস্তফা কামাল, নুরূস সাদিক , লন্ডন মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হিলাল মিয়া , সাবেক ছাত্রনেতা মোঃ আরিফুর রহমান খান, এসেক্স বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোঃ সামসুল ইসলাম, মো: খায়রুল আলম, মোহাম্মদ ফাহিদুল আলম, মো. মাহফুজ আহমেদ, মোঃ আরিফুর রহমান খান, মোঃ ফয়েজ উল্লাহ, লন্ডন মহানগর বিএনপি‘র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফ আদনান চৌধুরী, আব্দুল কাদের জিলানী, নিজাম উদ্দিন, আল নাহিয়ান বিন মুরাদ,মোঃ তানজিল ইসলাম,মোঃ রিফাত মাহমুদ ভূঁইয়া,সালমান সাদী , লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি নাসির ও গিয়াস উদ্দিন, নিউহ্যাম বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইশতেখার হোসেন, জাহাঙ্গির আলম, মোঃ সালাহ উদ্দিন , যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের নিউহ্যাম শাখার ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আসাদ , নিয়াজ মোর্শেদ , মোহাম্মদ মাহবুব হাসান , আইনজীবী ফোরাম নেতা শেখ আব্দুল্লাহীল রাব্বি, যুবদল নেতা নিজাম উদ্দিন দোদন, ছাত্রদল নেতা মোঃ বেলাল হোসাইন পাশা , সাবেক ছাত্রনেতা শেখ তরিকুল ইসলাম , মোঃ রাসেল মাহমুদ , এ এ ওয়াহিদুল ইসলাম, মোঃ কবির উদ্দিন, এডভোকেট শেখ তরিকুল ইসলাম, ছাত্রশিবির নেতা রউশিন মোস্তারী মিয়া সাহেবসহ উপস্থিত ছিলেন।