এশিয়ান বাংলা, খুলনা : খুলনা জেলার তেরখাদা থানার আজগরা ইউনিয়নের সাবেক শিবির সেক্রেটারি ও জামায়াত নেতা মুরাদুল ইসলাম ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন ।

গত ৪ মার্চ রাত ৯টার দিকে শেখপুরা বাজারের রাস্তার মোড় থেকে দশ বারোজন সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।

মুরাদুলের বড় ভাই তেরখাদা থানা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান জানান, মুরাদুল তেরখাদা থানা শহর থেকে মোটর সাইকেল যোগে গ্রামে ফিরছিলো।পথে শেখপুরা বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি তার মোটর সাইকেল গতিরোধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় ।উদ্ভুত পরিস্থিতিতে মুরাদুল চিৎকার শুরু করে। বাজারের দোকানদার সজীব হাওলাদার চিৎকারের শব্দ পেয়ে ঘটনাস্থালে আসেন এবং মুরাদুলকে সাদা মাইক্রোবাসে তুলে নিতে দেখেন।

হাফিজুর রহমান অভিযোগ করেন, মুরাদুল এর নিখোঁজের ঘটনায় তেরখাদা থানায় বাবা এস এম আতিয়ার রহমান জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি ।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেকুজ্জামান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এইরকম একটি সংবাদ আমাদের কাছে এসেছে তবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি ।বিষয়টি খতিয়ে দেখছি।

পরিবারের অভিযোগের বিষয়ে বলেন,আমার কাছে এই পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে মুরাদুলকে পুলিশ গ্রেফতার করেনি।তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাকে আমরাও খুঁজছি ।

Share.

Comments are closed.

Exit mobile version