জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের  দেয়া ৪ মাসের জামিন বাতিল চেয়ে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার  আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের পক্ষে লিভ টু আপিল করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্র পক্ষে লিভ টু আপিল করেন অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন।

পরে খুরশিদ আলম খান বলেন, সকাল ১১টায় আমরা লিভ টু আপিল করেছি। পাশাপাশি খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশও বর্ধিতকরণ চেয়েছি। এর আগে বুধবার খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করে ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

Share.

Comments are closed.

Exit mobile version