নাটকীয় ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রোমাঞ্চকর উত্তেজনার এই ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বাংলাদেশ এ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন বলেন, “আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।”

আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, জয়ের এ ধারা অব্যাহত থাকবে।”

আগামী রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Share.

Comments are closed.

Exit mobile version