অনলাইন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) ই-লার্নিং প্লাটফর্ম ‘মুক্তপাঠে’র আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে। গত মঙ্গলবার পিআইবি মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, তথ্যসচিব মরতুজা আহমদ ও এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা।

হাসানুল হক ইনু বলেন, এ কোর্সের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতার উন্নয়ন হবে। সাংবাদিক ছাড়াও সাধারণ নাগরিক এতে অংশ নেয়ার সুযোগ পাবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদকর্মীরা এ কোর্সে অংশ নিয়ে ডিজিটাল সাংবাদিক হিসেবে নিজেদের দক্ষ করে তুলতে পারবেন।

Share.

Comments are closed.

Exit mobile version