জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছিলেন, ‘জার্মানির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই’। এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বক্তব্য দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি বলেছেন, ‘অবশ্যই জার্মানি আর ইসলাম পরস্পর সম্পর্কিত। খ্রিস্টধর্ম বা ইহুদি ধর্মের মতো ইসলাম এই দেশেরই অংশ।’ শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফানে লোফভেনের

সঙ্গে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলন মেরকেল আরও বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগজুড়ে খ্রিস্টধর্মের উপস্থিতি। ইহুদি ধর্মও আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এখন ৪০ লাখের বেশি মুসলিম এখানে বাস করছেন, তাদের ধর্ম পালন করছেন। মুসলিমরা এই দেশের মানুষ। তাদের ধর্ম ইসলামও এই দেশের সঙ্গেই সম্পর্কিত।’

পশ্চিম ইউরোপে ফ্রান্সের পরেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন জার্মানিতে। দেশটিতে সাম্প্রতিক সময়ে অব্যাহতভাবে ইসলামবিদ্বেষ বাড়ছে।

Share.

Comments are closed.

Exit mobile version