জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানটি শুরু হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অায়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে স্বাধীনতা এনে দিয়েছেন বলেই অাজ অামরা স্বাধীন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করতে পারছি। অাজ তার জন্মদিনে অামরা তাকে গভীরভাবে স্মরণ করছি।’

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অায়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share.

Comments are closed.

Exit mobile version